Sunday, March 9, 2014

এইচআইভি থেকে মুক্ত হল এক শিশু

এইচআইভি ভাইরাসে আক্রান্ত এক শিশুকে সম্পূর্ণে আরোগ্য করা সম্ভব হয়েছে বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের গবেষকরা।
৯ মাস বয়সী অজ্ঞাত ওই শিশুটি বর্তমানে এইচআইভি নেগেটিভ বলে চিকিৎসকরা জানিয়েছেন। যার অর্থ শিশুটি এইচআইভি ভাইরাস থেকে মুক্ত হয়েছে।
শিশুটির শরীরে এই ভাইরাসের উপস্থিতি প্রাথমিক পর্যায়ে ধরা পড়ার পর চিকিৎসা দেয়ায় সে রোগমুক্ত হয় বলে বিবিসি জানিয়েছে।
ক্যালিফোর্নিয়ার এই শিশুটি জন্মের পরই শরীরে এইচআইভি ভাইরাস ধরা পড়ে। আর জন্মের মাত্র ৪ ঘণ্টার মধ্যেই তাকে অ্যান্টিরেট্রোভাইরাল ওষুধ দেয়া হয় বলে জানা গেছে।
চিকিৎসকরা জানিয়েছেন, শিশুটির রক্ত বা টিস্যুতে এইচআইভি ভাইরাসের কোন অস্থিত্ব খুঁজে পাওয়া যায়নি।
চিকিৎসকরা আরো জানিয়েছেন, ৯ মাস বয়সী শিশুটিকে এখনো এইডসরোধী তিনটি ওষুধের মিশ্রণ দেয়া হচ্ছে।
এরআগে ২০১৩ সালে মিসিসিপির একটি এইচআইভি ভাইরাস আক্রান্ত শিশুকে রোগটি ধরা পড়ার শুরুতেই চিকিৎসা দেয়া হলে সে আরোগ্য লাভ করে। তিন বছর বয়সী শিশুটি দুই বছর আগেই ওষুধ দেয়া বন্ধ করা হয়েছে।
দুটি শিশুর মা’ই এইচআইভি আক্রান্ত ছিলেন।
গবেষকদের হিসেব অনুযায়ী, বিশ্বজুড়ে এই প্রাণঘাতী ভাইরাসে আক্রান্ত মানুষের সংখ্যা ৩ কোটি ৪০ লাখ।

No comments:

Post a Comment