Monday, March 31, 2014

রোদে পোড়া দাগ দূর করুন........................।।

রোদে পোড়া দাগ দূর করার ভীষণ সহজ উপায় গরমের সময় মানেই ত্বকের সমস্যা বহু বেড়ে যাওয়া। ব্রণ আর ব্ল্যাক হেডস তো আছেই, সাথে যোগ হয় রোদে পোড়া দাগ। মাত্র ১৫ মিনিট রোদে থাকলেই ত্বকে যে ছাপ পড়ে তা দূর করা যায় না বহু চেষ্টাতেও।
আসুন, জানি রোদে পোড়া দাগ দূর করার একটি সহজ উপায় সম্পর্কে। লেবু ও চিনির স্ক্রাব-
রোদে পোড়া দাগ দূর করতে ম্যাজিকের মত কাজ করে লেবু ও চিনির ফেসিয়াল স্ক্রাব। তৈরিও করা যায় খুব সহজে।
চিনি অলিভ ওয়েল লেবুর রস মধু -প্রথমে চিনি ও অলিভ ওয়েল মিশিয়ে নিন ভালো করে। এরপর এতে লেবু চিপে দিন। এরপর এতে মধু মেশান। ব্যস তৈরি হয়ে গেল স্ক্রাব। -এই স্ক্রাবটি গোসলের আগে খুব ভালো করে দেহের
ত্বকে ঘসে নিন। বিশেষ করে রোদে পোড়া জায়গায় ভালো করে লাগাবেন। মিশ্রণটি শুকিয়ে গেলে ধুয়ে ফেলুন।
বেঁচে যাওয়া স্ক্রাব সংরক্ষন করুন।




No comments:

Post a Comment